শিরোনাম

গজারিয়ায় প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা

0

শেখ নজরুলঃ   গজারিয়া  উপজেলার  গুয়াগাছিয়া  ইউনিয়নের দক্ষিন জামালপুর গ্রামের  মৃত আ: রাজ্জাকের ছেলে বছির আহম্মদের   বিরুদ্ধে  এই অভিযোগ করেন   একই উপজেলার পৈক্ষারপাড়  গ্রামের মৃত শহিদুল্লাহ ফকিরের ছেলে  সোলায়মান ফকির  ।    মঙ্গলবার  গজারিয়া  থানায়   অভিযোগ পত্রে  জানান ।  

গত ১৫ফেব্রুয়ারী২০২০ইং  বিবাদী   বছির আহম্মেদ এলাকার যুবকদের   চাকরি  দেয়ার কথা বলে  তার ছেলেসহ একই গ্রামের ১০ / ১৫  জনের নিকট চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায়  দুই লক্ষ  টাকা নিয়েছে।    এখন চাকরির জন্য তার সাথে যোগাযোগ করলে সে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল ও    তাদরকে  মোবাইলে   ভয় ভীতি  হুমকী প্রদান করে আসছে।   গজারিয়া থানা ডিউটি  অফিসার এ এস আই আক্তার হোসেন   অভিযোগের বিষয়ে  জানান  তদন্ত পূর্বক  তার বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে ।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.