গজারিয়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী ,আলোচনা ও পুরস্কার বিতরণ
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ) ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় বুধবার ১১ টায় গজারিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে দিনব্যাপী প্রানী সম্পদ প্রদর্শনী , আলোচনা সভা ও খামারিদের মধ্যে পুরুস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ব বিসয়ক সম্পাদক এ্্যাডভোকেট মৃনাল কান্তি দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি,।
্অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আসাদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূ’মি সৈয়দা ইয়াছমিন সুলতানা,বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান,টেঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী ,ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইদ মো: লিটন,গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্বা সফিউল্লাহ সফি,হোসেন্দী ই্উপি চেয়ারম্যান আক্তার হাজী সহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান গন সহ শতাধিক খামারী। প্রথম পুরস্কার বিজয়ী দি আয়ান পোল্ট্ এন্ড হ্যাচারীর প্রোপ্রাইটর সোলায়মানকে ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ব বিষয়ক সম্পাদক এ্্যাডভোকেট মৃনাল কান্তি দাস।