গজারিয়ায় প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গজারিয়ায় প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আল আমিন : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রান্তিক দরিদ্র জনগাষ্টির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ম ২০২০খ্রিঃ) দুপুর গজারিয়া উপজলার পুরান বাউশিয়া গ্রাম স্বরুপ বাংলাদশ ও বিক্রমপুর মুন্সীগঞ্জের কাগজের উদ্যােগে করােনা ভাইরাস মহামারি দূর্যােগের কারনে কর্মহীন হয়ে পড়া গজারিয়া উপজলার ৩শ প্রান্তিক দরিদ্র জনগােষ্টির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্য ছিল চাল, ডাল, আলু,পেয়াজ,তেল, পােলাউর চাল, সেমাই,চিনি, সাবান । খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টান প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক মামুনুর রশিদ, এছাড়াও উপস্থিত ছিলেন স্বরুপ বাংলাদশ সংস্থার চেয়্যারম্যান মোহাম্মদ আরফিন,নির্বাহী পরিচালক মহিউদ্দিন আহম্মদ,বাংলাদশ মানবাধিকার কমিশনর গজারিয়া উপজেলা শাখার সভাপতি ও গজারিয়া প্রসক্লাবর সহ সভাপতি এস এম নাসির উদ্দিন,সাংবাদিক মুকবুল হােসন, শেখ নজরুল,রিপন মােল্লা,শাহাদাত হােসেন সায়মন,আল আমিন মাষ্টার, আলমগীর হােসেন,রুহুল আমিন,আব্দুল হাকিম,নুরু উদ্দিন, আক্তার হােসেন,হাসান মাহমুদ, শাকিল আহম্মদ, প্রমূখ ।