গজারিয়ায় জোরপূর্বক বালি ভরাট করায় পরিদর্শন করেন # ইউএনও
নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুৃন্সীগঞ্জের গজারিয়ায় ফসলি জমিতে আনারপুরা বসুন্ধরা গ্রুপের জোরপূর্বক বালু ভরাট করায় জমির মালিকদের উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ,মানববন্ধন এবং বিভিন্ন পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হওয়ার কারণে গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার বালু ভরাটের কাজ পরিদর্শন করেন, সে সাথে জমির মালিকদের জমি বুঝিয়ে দেয়ার কড়া নির্দেশ দেন।
সাম্প্রতিক ভবেরচর ইউনিয়নের আনারপুরার উমেদের কান্দি মৌজার বেশ কয়েকজনকে তাদের জমি জোরপূর্বক দখলের বিরুদ্ধে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে।