গজারিয়ায় বাউশিয়া ইউনিয়নের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
: এস এম নাসির উদ্দিন # মু্ন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের উদ্যোগে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া পশ্চিম কান্দি গ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে বিভিন্ন গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান. ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব , হান্নান মেম্বার ও মামুন মেম্বার, ছাত্রলীগ নেতা মওসিন, জুবায়ের জাহাঙ্গীর সহ অনেকে। । এসব খাদ্যদ্রব্যের মধ্যে আছে চাল, আলু, ডাল ও সয়াবিন তেল । বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান গতকাল পর্যন্ত ১২শ পরিবারের মাঝে দেওয়ার কথা থাকলেও তা দুই হাজার পরিবারের মাঝে উত্তীর্ণ করা হয়েছে, প্রয়োজনে আরো বাড়িয়ে দেওয়া হবে।