গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত
গজারিয়া প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ও নতুন বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।
পহেলা জানুয়ারী ২০২০ বুধবার সকাল ৯টা থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সুশৃঙ্খল ভাবে নতুন বই বিতরণ করা হয়।
গজারিয়া উপজেলার আওমীলীগের সাধারণ সম্পাদক ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বই উৎসব উদ্বোধন করেন ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ডাঃ আঃ গাফফার স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ বশির উল্লাহ্ ,উপজেলা ভাইস চেয়ারম্যান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আঁখি, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান , ছাএলীগ নেতা আজিজুল হক পার্থ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকও অভিভাবকগন।