শিরোনাম

মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈদ্দারগা গ্রামে বালু ভরাটকে কেন্দ্র  করে এক যুবকের  বাম হাতের আঙ্গুল কর্তন 

0
শেখ নজরুল (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)ঃঃ মুন্সিগঞ্জের গজারিয়ায়   বুধবার ৯আগষ্ট  দুপুরে  টেংগারচর ইউনিয়নের  বৈদ্যারগাও গ্রামে  আওয়ামী লীগ নেতা জেলা যুবলীগ সভাপতি শাজাহান খান  গং এবং আজীম  উদ্দিন  গং দুই পক্ষের সমর্থকদের মাঝে  বালু কাটা মহলে শাজাহান খান গংদের চাঁদা চাওয়া কে কেন্দ্র করে  যুবক রোবেল (২৭)  এর হাতের আঙ্গুল কেটে আনন্দ মিছিল করার অভিযোগ করেছে আহত রোবেলের পরিবার। 
আহত  রোবেল  বৈদ্যারগাও গ্রামের  মৃত   নাছির উদ্দিনের ছেলে ।  রোবেল  কে প্রথমে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে   ভর্তির  পর আশংকা জনক অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে  পাঠানো  হয়েছে ।   আহত  রোবেলের ভাই  সেলিম  জানান  জেলা যুবলীগ সভাপতি শাজাহান খানের   নির্দেশনায়  বুধবার দুপুরে  মিরপুর  গ্রাম সংলগ্ন     বালু মহল  থেকে  বাড়ি  আসার সময়  রাকিব  ও আমার ভাই  রোবেল  কে   জেলা যুবলীগ সভাপতি শাজাহান খান গংদের  সন্ত্রাসী চক্র,  জামান খান, মাসুম, আল আমিন, তানজিল ফজলু খান ,মাহিন খান সহ ১০ থেকে ১৫ জনের একটি গ্রুপ   হামলা চালিয়েছে।   হামলাকারিরা আমার ভাই  রোবেলের হাত কেটে আনন্দ মিছিল  করেছে।  রোবেল মৃত্যুর  সাথে  লড়াই  করছে।    হামলাকারীরাদের  গ্রেফতার  ও বিচারের  দাবীতে    মিছিল করেছে  ভুক্তভোগী পরিবার  ও এলাকারবাসী।  গজারিয়া থানা  ওসি তদন্ত  মামুনুর রশিদ  জানান   জেলা যুবলীগ সভাপতি শাজাহান খানের  ভাতিজা  জামানের নেতৃত্বে   বালু কাটাকে  কেন্দ্র করে  আজিম সমর্থক   রোবেলের হাত কেটে নিয়েছে কতিপয় দূর্বৃত্তরা।   আহতকে সাথে  সাথে  উদ্ধার করে  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে  পরে   আশংকা  জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং পুলিশ মোতায়েন আছে ।
জেলা যুবলীগ সভাপতি শাজাহান খান  জানান   আজকের  ঘটনা   সম্পর্কে  আমি  কোন  অবগত নেই।  সাংবাদিকদের  কাছে শুনেছি।  অপরাধ কেউ করলে আইন অনুযায়ী  বিচার  হবে।
Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.