গজারিয়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে- উপমন্ত্রী এ.কে.এম এনামূল হক শামীম
জাকির দর্জিঃ– মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রানালয়ের মাননীয় উপমন্ত্রী এ.কে.এম এনামূল হক শামীম। বুধবার সকাল ১১টায় গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁ, ইসমানির চর ও গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা গুলো পরিদর্শন ও ভাঙন রোধে, ভাঙ্গন কবলিত এলাকার ২১০মিটার জায়গায় জিও ব্যাগ ডাম্পিং করেন। উপমন্ত্রী এ.কে.এম এনামূল হক শামীম ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী(২০কেজি চাল) বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড.মৃণাল কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল মতিন সরকার, গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান সাদী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম,গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন প্রমুখ।
পরিদর্শন শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে উপমন্ত্রী এ.কে.এম এনামূল হক শামীম বলেন, আজ প্রথম ধাপে ২১০মিটার জায়গায় জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে এবং পর্যায়ক্রমে ভাঙ্গন কবলিত এলাকার দেড় কিলোমিটার জায়গায় স্থায়ী বেড়িবাধ নির্মাণের আশ্বস্ত করেন। পরে জাতির জনকের স্বরণে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি বৃক্ষ রোপন করেন।