গজারিয়ায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) ঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ভবেরচর বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ,ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান, সাইদ মোহাম্মদ লিটন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক গিয়াসউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম। গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের তত্বাবধানে এই ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।