গজারিয়ায় মহিউদ্দিনের সহ-ধর্মিনীর ৫ম মৃত্যু বার্ষিকী পালন
গজারিয়া সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃমহিউদ্দিনের সহ-ধর্মিনী ৫ম মৃত্যু বার্ষিকীতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার চরপাথালিয়া গ্রামের সালমান ফারসি (রাঃ) তাহফিজুল কুরআন মাদরাসায় গজারিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক মরহুমা মোসাম্মৎ ফজিলাতুন্নেছা সাহেবার রুহের মাগফিরাত কামনা করে কুরআন খতম ও দোয়ার আয়োজন করেন। গতকাল রাতে মরহুমার জন্যে এক খতম কুরআন খতম করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মফিজুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক জনাব শাহ আলম শামীম, ভিপি রিপন, সাবেক ছাত্রনেতা মফিজুল ইসলামসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
দোয়া ও মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আল-আমিন সাহেব। দোয়ায় মরহুমার রুহের মাগফেরাত কমনা করা হয় এবং আলহাজ্ব মোঃমহিউদ্দিনের পরিবারের জন্যে দোয়া করা হয়।