গজারিয়ায় মানবতাবাদী মানবাধিকার কর্মী ও বাউশিয়া ইউ পি চেয়ারম্যানকে চাঁদা দাবী ও প্রানণাশের হুমকি !!
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) #মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়া ইউনয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গজারিয়া উপজেলার সাধারণ সাম্পাদক মানবতাবাদী মানবাধিকার কর্মী মিজানুর রহান প্রধান কে (মোবাইল ম্যাসেজে মোবাইল নং ০১৬৪৪৩৬৬৫৮৯) পচিশ লক্ষ টাকা চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। মিজানুর রহমান প্রধান রবিবার ১২ টায় গজারিয়া থানায় জিডি. করেন যার নং ৮৪৩ তাং ২২/৩/২০২০
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউ’পি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে জানান ২২ মার্চ ভোর বেলা ঘুম থেকে উঠে মোবাইল ফোনে দেখি মেসেজ । মেসেজটি ছিল চেয়ারম্যান টাকা পয়সা অনেক কামাইছেন আপনার জীবনের মূল্য ধরা হয়েছে মাত্র ২৫ লাক টাকা জিবনে বাঁচলে অনেক টাকা কমাবেন এখন আপনি বলেন দিবেন কিনা আর যদি না দেন তাহলে বলে দিয়েন কি ভাবে মরতে চান বুলেট না সড়ক দূর্গোটনা সাবধান কোন রকম আইনি সহযোগিতা নেওয় যাবে না কেউ যাতে না যানে আর আমাকে কিছু বলার থাকলে ফোন দিবেন না ম্যাসেজ দিবেন মনে রাখবেন সময় ৫ দিন কোন রকম চালাকি করলে পোর ফ্যামিলি হারাবেন সাবধান কেউ যাতে না জানে answer me ??? পুলিশ হতে সাবধান
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর কাছে জিডি সর্ম্পকে জানতে চাওয়া হলে তিনি মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে জানান সংশ্লিষ্ট মোবাইল নম্বর নিয়ে খোজ খবর নিচ্ছি তথ্য পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।