শিরোনাম

গজারিয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধর.

0

মোয়াজ্জেম হোসেন,গজারিয়া(মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জে গজারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তার নাম আ: ছাত্তার (৩২)। তিনি আহত অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত ৮ নভেম্বর ( শুক্রবার) দুপরে উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন আ: ছাত্তার কালিপুর (এন এস কান্দি) গ্রামের মৃত- আ. ওহিম প্রধান (লেংটা)’র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইমামপুর ইউনিয়নের কালিপুর (এন এস কান্দি) গ্রামের আ: হাকিমের ছেলে আমির হোসেন শুক্রবার দুপুরে মানসিক ভারসাম্যহীন আ: ছাত্তার কে দেখে কোনো কারণ ছাড়াই হাসি-ঠাট্টা শুরু করেন। একপর্যায়ে ছাত্তার ক্ষীপ্ত হয়ে যায়। পরে আমির হোসেনের লোকজন খবর পেয়ে একই গ্রামের বাসিন্দা আঃ রশিদ প্রধানের ছেলে আ: হাকিম, জিয়া, আজিজুল, মেয়ের জামাই মিজান, আঃ হাকিমের স্ত্রী আকলিমা বেগম, জিয়ার স্ত্রী রূপালী আক্তার ,আজিলের স্ত্রী রেহেনা বেগম সহ ১০ থেকে ১২জন দেশীয় অস্ত্র রড, বাঁশের লাঠি, কাঠের ডাসা, দিয়ে এলোপাথারি পিটিয়ে আহত করে। এ ব্যাপারে আহত আ: ছাত্তারের চাচা নুরুল ইসলাম বলেন, আমার ভাতিজা গত ৭ মাস ধরে মানসিক ভারসাম্যহীন। সে গ্রামের সকল লোককে কারনে অকারনে মারধর করে, তার হাত থেকে মসজিদের ইমাম সাহেবও রেহায় পাইনি।গজারিয়া থানার অফিসার ইনর্চাজ হারুন-অর রশিদন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তে সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.