গজারিয়ায় মুসলিম ঐক্যপরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)# মুন্সীগঞ্জের গজারিয়ায উপজেলার সকল ইসলামী সংগঠন,ওলামায়ে কিরাম আইম্মায়ে মাসাজিদ ও সর্বেস্তরের তৌহিদি জনতার সমন্ময়ে গত ১৬/১১/২০১৯ইং গঠিত হয়েছে একটি অরাজনৈতিক ইসলামী সংগঠন যার নাম মুসলিম ঐক্যপরিষদ গজারিয়া। সংগঠনটি সভাপতি নির্বাচিত হয়েছে আনারপুরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুখ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হক এবং আল আমিন সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ১১০ সদস্য বিশিষ্ট কমিটি তৈরী করা হযেছে।