গজারিয়ায় মুসলিম ঐক্য পরিষদের প্রতিবাদ সভা
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট)# মুন্সীগঞ্জের গজারিয়ায় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ও উপজেলার সকল ইসলামী সংগঠন, ওলামায়ে কিরাম আইম্মায়ে মাসাজিদ ও সর্বেস্তরের তৌহিদি জনতার সমন্ময়ে ২৩ নভেম্বর বিকাল ৩ টায় উপজেলার আনারপুরা জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে সংগঠনের সভাপতি রওজাতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুখের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুর রহমান দাঃ বাঃ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হক সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক বৃন্দ, ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন ১৫২৮ সালে মুগল সম্রাট বাবরের আদেশে নির্মান করা হয় বাবরি মসজিদ। মুসলমানদের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ। কিন্তু কিছু হিন্দুত্যবাদীদের শড়যন্ত্রের শিকার হয়ে মুসলমানদের গৌরবময় উপাসনালয় বাবরি মসজিদ। দীর্ঘ ১৫০ বছরের বেশি সময় ধরে চলতে থাকে বাবরি মসজিদ। অবশেষে আজ থেকে ২৭ বছর আগে ১৯৯২ সালে বিচূর্ন করা হয় বাবরি মসজিদ ।আজ ২৭ বছর পর এসে সেই মসজিদের জায়গায় রাম মন্দির নির্মানের আদেশ দেয় ভারতের সুপ্রিম কোট। সেই রায় মেনে নিতে পারিনি গোটা মুসলিম বিশ্ব। মানতে পারবে না বিশ্বের কোন বিশেষজ্ঞরা । ভারতের অবসর প্রাপ্ত বিচারপতি অশোক কুমার দেশের সর্বোচ্চ আদালত থেকে শুধুমাত্র মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে কোন রকম প্রমান ব্যতিত এমন বায় কোন ভাবেই মেনে নেয়া যায় না । আমরা এই রায়ের তীব্র নিন্দা জানাই। কিছুতেই এই রায় মেনে নেয়া হবে না।আমরা প্রয়োজনে লং মার্চ করব। দরকার হলে জিহাদের ডাক দিব তবু বাবরি মসজিদের স্থানে রাম মন্দির দাড়াতে দিব না। আমরা বাংলাদেশ সরকারকে আহবান জানাবো সংসদ থেকে এই রায়ের তীব্র নিন্দা প্রকাশ করা হোক।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন