গজারিয়ায় মোবাইল কোর্ট পরিচালিত তিন দোকানে জরিমানা
আক্তার হোসেন(গজারিয়া প্রতিনিধি) ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার বৃহত্তর ভবেরচর বাজাওে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপাওে জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভ’মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এই সময় উপস্থিত ছিলেন পাট ও শিল্প মন্ত্রনালয়ের অফিসার ও গজারিয়া থানার পুলিশ কর্মকর্তা । অভিযান পরিচালনা করে ৩টি চাউলের দোকানে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মাস্ক ছাড়া ঘর থেকে বের হলে জরিমানা করা হবে বলে রাস্তায় চলাচল রত অটোরিকসা সহ সবাইকে সতর্ক করা হয়।