শিরোনাম

গজারিয়ায় শহীদ পরিবারের বর্নাঢ্য র‌্যালী

মহান বিজয় দিবস ‘১৯

0

আক্তার হোসেন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে গজারিয়ায় মহান বিজয় দিবসের ৪৮তম পূর্তি উৎসবে  গজারিয়া শহীদ পরিবারের বীর সন্তানেরা  আজ সোমবার সকালে  গজারিয়া শহীদ পরিবার কল্যান  পরিষদের  সভাপতি মো: মহিউদ্দিন ঠাকুরের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী গোসাইরচর গ্রাম থেকে বের করে গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় প্যারেঠ মাঠে  এসে শেষ হয়  ।

বিজয় দিবষের মহান র‌্যালীতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজালাল বেপারী, ভবেরচর  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, শহীদ নজরুলের বড় ভাই আমিরুল ইসলাম ,সেলিম  আইমান মিয়াজী,ফরিদ মিয়া সহ অনেকে।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.