আক্তার হোসেন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে গজারিয়ায় মহান বিজয় দিবসের ৪৮তম পূর্তি উৎসবে গজারিয়া শহীদ পরিবারের বীর সন্তানেরা আজ সোমবার সকালে গজারিয়া শহীদ পরিবার কল্যান পরিষদের সভাপতি মো: মহিউদ্দিন ঠাকুরের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী গোসাইরচর গ্রাম থেকে বের করে গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় প্যারেঠ মাঠে এসে শেষ হয় ।
বিজয় দিবষের মহান র্যালীতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজালাল বেপারী, ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, শহীদ নজরুলের বড় ভাই আমিরুল ইসলাম ,সেলিম আইমান মিয়াজী,ফরিদ মিয়া সহ অনেকে।