গজারিয়ায় শ্রমিকলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও বণার্ঢ্য র্যালী
জুয়েল দেওয়ান ঃ জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গজারিযা উপজেলা আওয়ামী শ্রমিকলীগের পক্ষ থেকে এক বণার্ঢ্য র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।শনিবার বেলা ১২ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত গজারিযা হাইওয়ে ইন রেস্তোরায় জাতীয় শ্রমিকলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বণার্ঢ্য র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকলীগের আয়োজনে শ্রমিকলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোলেমান দেওয়ান,জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আক্কাছ আলী,গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরাজী উপজেলা শ্রমিকলীগের সভপতি শাহজাহান মাষ্টার,অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকলীগের সহ সভাপতি বাবুল সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুক্তার হোসেন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক সুরুজ মিয়া,বালুয়াকান্দি ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি হাবিব উল্লাহ প্রমুখ।