গজারিয়ায় শ্রমিকলীগ নেতা বি.আলম হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক(মুন্সীগঞ্জ নিিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাসী রাসেল বাহিনীর হামলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.আলম নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ গজারিয়া শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার) সকাল এগারোটায় ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক পরিবহন শ্রমিকলীগ গজারিয়া শাখার উদ্দোগে আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকলীগ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ গজারিয়া উপজেলা শাখার সভাপতি জহির রায়হান, সড়ক পরিবহন সমিতির উপজেলা শাখার কার্যকরী সহ-সভাপতি সুমন প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল শিকদার সহ অনেকে।
মানববন্ধন থেকে বক্তারা সড়ক পরিবহন শ্রমিকলীগ নেতা বি.আলম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, বিক্ষোভ মিছিলটি ভবেরচর বাস স্ট্যান্ড হয়ে গজারিয়া থানার সামনে গিয়ে শেষ হয়।
গত বুধবার ভোরে সন্ত্রাসী রাসেল বাহিনীর হামলায় আহত হয় সড়ক পরিবহন শ্রমিকলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.আলম। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যান তিনি।এদিকে গতকাল (শুক্রবার) বিকেলে উপজেলার রসুলপুর গ্রামে জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়েছে।