গজারিয়ায় সকল ধরনের গণজমায়েত বন্ধ ঘোষণা
গজারিয়ায় সকল ধরণের গণজমায়েত বন্ধ.
মুুুন্সিগঞ্জনিউজ২৪.নেটঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার সকল ধরণের গণজমায়েত বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান সাদী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
হাসান সাদী’র স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ করােনা ভাইরাস প্রাদুর্ভাব সকল বিভাগ , জেলা ও উপজেলা সমূহে বিদেশ থেকে আগত নাগরিকদের হােম কোয়ারেন্টাইন (নিজ গৃহে সার্বক্ষণিক অবস্থান) করা একমাত্র কার্যকর উপায় হিসাবে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে গজারিয়া উপজেলাধীন সকল ইউনিয়ন , গ্রাম – মহল্লায় রাজনৈতিক সমাবেশ , সামাজিক সমাবেশ , ওয়াজ মাহফিল , সুন্নতে খত্না ও বিয়েসহ সকল ধরণের গণজমায়েত বন্ধ ঘােষণা করা হলাে।