মোয়াজ্জেম হোসেন (জুয়েল) ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বামীর পরকীয়া সম্পর্ক সইতে না পেরে স্ত্রীর সিমা রানী (মনি)-২৫ নামে দুই সন্তানের এক জননী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি আশ্রয়ণ প্রকল্পে ঘটে এ ঘটনাটি।
স্থানীয় সুত্রে জানা যায় নরসিংদী জেলার রায়পুরা থানার রাধানগর গ্রামের অভিলাস বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাসের সঙ্গে ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি আশ্রয়ণ প্রকল্পের নিরঞ্জন চন্দ্র সরকারের মেয়ে সিমা রানী (মনি)র বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি ছেলে সন্তান রয়েছে। স্বামী সুজন বিশ্বাসের পরকীয়ায় সম্পর্ক সইতে না পেরে স্ত্রী সিমা রানী (মনি) পোকামাকড় মারার বিষ (তালসা) পান করে। তার শারিরীক অবস্থা প্রতিবেশী লোকজন টের পেয়ে মূমূর্ষবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সিমা রানী (মনি) কে ওই দিন বিকালে স্বজনরা বাড়ি নিয়ে আসেন।