গজারিয়ায় হাতুড়িপেটায় আহত সেই যুবকের মৃত্যু !!
মুন্সীগঞ্জের গজারিয়ায় আরো একটি রাজনৈতিক হত্যাকাণ্ড!!
এ ঘটনায় গজারিয়া থানায় গত ১৭ সেপ্টেম্বর চুরি ও হুমকি প্রদানের অভিযোগে একটি মামলা দায়ের করে নিহতের পিতা আব্দুস সাত্তার।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে নিহত মিম নাজিরচর এলাকা থেকে বাসায় ফেরার পথে ইসমানিরচর এলাকার মৃত আ. বাছেদ মোল্লার ছেলে, হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সংগ্রাম মোল্লা (২৪), মৃত আবুল হোসেন মুফতির ছেলে মো. আতাউর (২৭), আহম্মদ আলীর ছেলে সম্রাট (২২), আহম্মদ ফরাজীর ছেলে তুষার (২০), মৃত আঃ হাকিমের ছেলে সাব্বির (২২), মৃত মহসিনের ছেলে নিজুম (২২), ইসমানিরচর এলাকার মৃত রাসেলের ছেলে অপু (২২), আঃ রহিমের ছেলে মো. আরজু (২০), আঃ লতিফের ছেলে শুভ (২০) সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন পূর্ব বিরোধের জের ধরে ইসমানির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অ্যাডভান্স প্রি-ক্যাডেট স্কুলের সামনে নিয়ে লোহাড় হাতুড়ি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে পেটায়। পরে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায় সে।