শিরোনাম

গজারিয়ায় হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0

এস এম নাসির উদ্দিন(মুন্সীগঞ্জ নিউজ )# মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী হোসেন্দী স্কুল মাঠে প্রধান অতিথি মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, উদ্বোধক গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতার উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাঃ মাজহারুল হক তপনের সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম ও ফেরদৌসী বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ, অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, প্রধান শিক্ষক খবিরুল আলম , ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ মোহাম্মদ লিটন, বাউসিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ্জুজামান খান জিতু, বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন,মমিনুল হক টিটু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক প্রমুখ। এসময় শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত বক্তাগণ। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দের পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম পরিসমাপ্তি হয়।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.