শিরোনাম

গজারিয়ায় ৯৫পিস ইয়াবাসহ দু’জন ইয়াবা ব্যবসায়ী আটক !!

0

নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মুন্সীগঞ্জের গজারিয়ায়  গত ১১/২/২০২০ইং তারিখ অভিযান চালিয়ে দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ১। মহিউদ্দিন (৩৫) পিতা-মৃত মোতালেব, ২। আলম (৪২) পিতা-মৃত নজিম, উভয় সাং-চর বাউশিয়া মধ্যম কান্দি, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ দ্বয়কে ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেন। ধৃত ১নং আসামীর মহিউদ্দিন এর বিরুদ্ধে ১। দাউদকান্দি থানার এফ আই আর নং-১৫, তাং-১১/০৯/২০১৮ খ্রিঃ ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯ (১) এর ৯ (খ)/২৫, ২। গজারিয়া থানার এফ আই আর নং-১৩, তারিখ-১৫/০৮/২০১২, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯ (১) এর ৯ (খ) ৩। গজারিয়া থানার এফ আই আর নং-০৭, তাং-০৮/১০/১০ ধারা-১৪৩/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড ৪। গজারিয়া থানার এফ আই আর নং-২০, তাং-২৭/০৭/২০১৫ ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯ (১) এর ৯ (খ) ৫। গজারিয়া থানার এফ আই আর নং-১৯, তাং-২৭/০৭/২০১৫ ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ (ধ) (ভ) এবং ধৃত ২নং আসামী মোঃ আলম এর বিরুদ্ধে গজারিয়া থানার এফ আই আর নং-০৭, তাং-১০/০৮/২০১২ ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯ (১) এর ৯ (ক) বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.