গজারিয়া ইউ পি নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আচরনবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা
এস এম নাসির উদ্দিন(মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) ঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে আসন নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আচরনবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিনায়তনে বুধবার ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন,মুন্সীগঞ্জ স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ এনামুল আহসান. জেলা নির্বাচন অফিসার বশির আহমেদ গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন ,উপজেলা নির্বাচন অফিসার আবু তালেব ভূইয়া ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় জেলা প্রশাসক নির্বাচনী আচরনবিধি সকল প্রার্থীদের অবহিত করেন ও সুষ্ঠনির্বাচনের জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।