গজারিয়া উপজেলা আ’লীগের সভাপতি প্রয়াত সোলাইমান দেওয়ানের স্মরণে আলোচনা সভা
এস এম নাসির উদ্দিন : মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত সোলাইমান দেওয়ানের স্মরণে রবিবার বিকালে বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বেও বালুয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃনুরে আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আল আমিন প্রধান , অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃরফিকুল ইসলাম মেম্বার,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন বাদল,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাঃসম্পাদক সাইদুর রহমান নয়ন,মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভীন আক্তার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাঃসম্পাদকদের মধ্যে শামীম মিয়া,ফরিদ প্রধান,মুক্তার মেম্বার,সালাউদ্দিন মেম্বার, ফুজলুল হক ফজলা,জামাল মেম্বার,হালিম শিকদার, ইসরাফিল মেম্বার প্রমুখ। আলোচনা সভা শেষে মাওলানা বেলায়েত হোসেন আল কাদরী সাহেব মিলাদ মাহফিল পরিচালনা করেন।পরে সকলের মধ্যে তবারক বিতরন করা হয়।
v