গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের শীত বস্ত্র বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বর্নাঢ্য র্যালী ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের সভাপতি হান্নান আহমেদ খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রেফায়েত উল্লাহ খান তোতা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ঢাকা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মাজাহারুল হক তপন, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন মিয়াজী, সমাজসেবক জাহাঙ্গীর আলম , গজারিয়া উপজেলার সাবেক ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান সাগর, সমাজ সেবক হারুন অর রশিদ, জি এস শাহীন প্রমূখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান । শুক্রবার সকাল ১০টায় গজারিয়া উপজেলার ৩৩নং রসুলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় কয়েকশ শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতের চাদর বিতরণ করা হয়। গজারিয়া উপজেলা নাগরিক পরিষদের আয়োজনে রসুলপুর বাজার এলাকায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বর্নাঢ্য র্যালী বের হয় এবং র্যালীতে নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয় ।
সংবাদটি ভাললাগলে অনুরোধ শেয়ার করবেন।