গজারিয়া চেয়ারম্যান এর নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ
শেখ নজরুলঃ গজারিয়া উপজেলার বাউশিয়া ইউপি চেয়ারম্যান জনাব মিজানুর রহমান প্রধান নিজস্ব অর্থায়নে শিতার্থদের মাঝে প্রতি ওয়ার্ডে ২০০ শত কম্বল মোট ৯ ওয়ার্ডে ১৮ শত ( ১৮০০) কম্বল বিতরণ করেন । সোমবার দুপুরে চরবাউশিয়া গ্রামের আউয়াল মুন্সির বাড়ির সামনে এ-ই কম্বল বিতরন করেন। এ সময় উপস্হিত ছিলেন মিজানুর রহমান চেয়ারম্যান, বাউশিয়া ইউনিয়ন পরিষদ। মামুন মেম্বার ৮ নং ওয়ার্ড ও সাংগঠনিক সম্পাদক গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। , হান্নান প্রধান, খোকন প্রধান, আউয়াল মুন্সি ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.