নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) : মুন্সীগঞ্জের গজারিয়ার ইমামপুর ইউপি নির্বাচন ও পূর্ব শত্রুতার জের ধরে শনিবার ১০.৩০ ঘটিকায় মোফাজ্জল হোসেন ও আরাফতা কে মারধর করেছে বাছেদ ও তার ছেলে রাজন,দীপু,শাওন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন । থানার অভিযোগ ও বাদীর সূত্রে জানা যায় ইমামপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রসুলপুর গ্রামের বাছেদের সাথে আরাফাত ও মোফাজ্জলের পরিবারের বিরোধ চলে আসছে । শনিবার সকাল ১০.৩০ টায় রসুলপুর বাজারে বাছেদের স‘মিলে আরাফাত ও মোফাজ্জল হোসেন পাল ব্যবসায়িক সংক্রান্ত পাওনা টাকা চাইতে গেলে বাছেদ উত্তেজিত হয়ে আরাফাত ও মোফাজ্জল হোসেন পাল কে অকথ্য ভাষায় গালমন্দ করে ।আরাফাত প্রতিবাদ করার সাথে সাথে বাছেদ নিজে ও তার ছেলে রাজন,দীপু,শাওন এবং শাহআলমের ছেলে আবদুল্লাহ মোতালেবের ছেলে দর্পন রেজু মিয়াজীর ছেলে রেদোয়ান ও অজ্ঞাতনামা ৫/৬ আমাদের উপর রড দিয়ে অতর্কিত হামলা করে ও পিটাইতে থাকে এবং মোফাজ্জলের বাম চোখে রক্তাক্ত জখম ও আরাফাতের শরীরে নীলাফুলা জখম করে। মামলার বাদী জানান শাহআলম মোল্লার ছেলে আবদুল্লাহ আমার বাবার কাছ থেকে ১৩৭৫০ টাকা ও রেদোয়ান আমার স্মার্ট ফোনটি ছিনিয়ে নেয় । আরাফাত ও মোফাজ্জল হোসেন পাল গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে চিকিৎধীন আছে।ঘটনার সম্পর্কে গজারিয়া থানার ওসি (অপারেশন) বলেন মামলা প্রক্রিয়াধীন।