গুয়াগাছিয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রর্তীকে মোহাম্মদ আলী খোকন জনপ্রিয়তার সর্বশীর্ষে
আক্তার হোসেন(নিজস্ব প্রতিবেদক) # মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ৬ষ্ঠধাপে গুয়াগাছিয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রর্তীকে মোহাম্মদ আলী খোকন জনপ্রিয়তার সর্বশীর্ষে ।গুয়াগাছিয়া ইউনিয়নে মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রর্তীকে আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী খোকন ঘোড়া প্রর্তীক, স্বতন্ত্র প্রার্থী সফিকুর রহমান আনারস প্রর্তীকে,জিয়াউল হক জিতু মটর সাইকেল প্রর্তীক নিযে প্রতদ্বন্ধিতা করেছে। রির্পোট লিখা পযন্ত আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রর্তীকে মোহাম্মদ আলী খোকন জনপ্রিয়তার সর্বশীর্ষে রয়েছে। এলাকার ভোটাররা মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে বলেন ৬ষ্ঠধাপে গুয়াগাছিয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রর্তীকে মোহাম্মদ আলী খোকন জনপ্রিয়তার সর্বশীর্ষে থেকে নৌকা প্রর্তীক নিয়ে বিজয়ী হবেন।