শিরোনাম

গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে BHRC’র পক্ষ থেকে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

0

এসএম নাসির উদ্দিন (মুন্সিগঞ্জ নিউ)  # দ্রুত গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে BHRC’র পক্ষ থেকে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুস্ঠিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি, সৈয়দ রিয়াজুল করিম” গাজীপুরের মোগর খাল সংলগ্ন এলাকার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাঙ্গের গডফাদার “খাইরুল-জাহাঙ্গীর” বাহিনীর খায়রুলের নেতৃত্বে অতর্কিত সন্ত্রাসী হামলাকারিদেরকে দ্রুত গেরেফতারের দাবিতে রুপগঞ্জ আঞ্চলিক শাখার পক্ষ থেকে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুস্ঠিত।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.