শিরোনাম

চীন বাণিজ্য চুক্তি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে: ট্রাম্প

0
কয়েক মাস ধরে চলছে চীন-আমেরিকার বাণিজ্য যুদ্ধ। এই যুদ্ধে কেউ কাউকে ছাড় দেয়নি বিন্দুমাত্র। বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার একে অপরের দেশের বিভিন্ন পণ্যের ওপর শুল্কারোপ করেছে দেশ দুটি।
তবে গতকাল শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। খবর রয়টার্সের।
ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই আমরা একটা সমাধানে আসব।
তিনি আরো বলেন, আমার মনে হয় আমি চীনের সঙ্গে নতুন চুক্তিটা করতে পারবো এবং সেটা দুই পক্ষের জন্য ন্যায্য চুক্তি হবে। কিন্তু সেটা আমেরিকার জন্য অবশ্যই ভাল চুক্তি হবে।
Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.