বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় শনিবার দুপুর ৩ টায় হোসেন্দী ইউনিয়নের ইসমানির চর গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেঘনা ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু। ১২০ জন নদী ভাঙ্গন কবলিত অসহায়-দুস্থদের মাঝে ২০ কেজি চাউল, এক কেজি আটা, ১ কেজি তৈল ও নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়।