জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ২য় –এস এম আলভী
বাংলাদেশ শিশু একাডেমি,মুন্সীগঞ্জ
নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত ‘‘জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতা” ২০২০খ্রি. মুন্সীগঞ্জ জেলা পর্যায়ে গতকাল ১৩ জানুয়ারী জেলা প্রশাসক ও বাংলাদেশ শিশু একাডেমি মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত ভাবসংগীত ,দেশাত্ববোধক ও ছড়াগানে ৩ টি প্রতিযোগীতায় ক গ্রূপে এস এম আলভী মাশরাফি অংশ গ্রহন করে । ভাবসংগীতে ২য় ও ছড়াগানে ৩য় স্থান অর্জন করেন । সে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ৫৬ নং ভিটিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রএবং বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চলের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও চ্যানেল এস টিভির গজারিয়া উপজেলার প্রতিনিধি এস এম নাসির উদ্দিনের একমাত্র পুত্র। সে মাহতাব উদ্দিন মাসুম কর্তৃক পরিচালিত গজারিয়া গীতিচর্চা সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থী ।সে সকলের নিকট দোয়া কামনা করেছে।