শিরোনাম

জীব‌নের ঝুঁকি নি‌য়ে রোগী দেখ‌ছেন মানবতাবাদী গ্রাম ডাঃমজিবুর রহমান                                 

0

 

আল আমিনঃ পু‌রো বিশ্ব যখন ক‌রোনায় অাতঙ্ক ,এমন অবস্থায় দে‌শের বেশীর ভাগ ডাক্তার জীবন ‌নি‌য়ে হোম কোয়ারান্টাই‌নে অা‌ছে । তখ‌নি সাধারন মানু‌ষের কথা ভে‌বে এই  ভয়াবহ প‌রি‌স্থি‌তি‌কে মোকা‌বেলা করার উ‌দ্দে‌শ্যে নি‌জের জীবন বা‌জি রে‌খে গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন এর আড়ালিয়া বাজারে সততা মে‌ডি‌কেল হ‌লে প্র‌তি‌দিন  নিয়‌মিত  রোগী দেখ‌ছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, বালুয়াকান্দি ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মানবতাবাদী গ্রাম ডাঃমজিবুর রহমান।

ডাক্তার ‌মজিবুর রহমান  মুন্সিগঞ্জ নিউজ ২৪.নেট কে  ব‌লেন এই  দূ‌র্যো‌গে রু‌গি‌দের সেবা দি‌তে পে‌রে অা‌মি নি‌জে‌কে গ‌র্বিত ম‌নে ক‌রি।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.