মাসুদ রানা (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) : বাংলাদেশ কৃষকলীগের আয়োজনে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে জেলা কৃষক লীগের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে বাংলাদেশ কৃষকলীগের আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সভায় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি মহাসিন মাখন,উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম ফিরোজ, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাঁদশা মিয়া সহ বিভিন্ন জেলার কৃষক লীগের নেতৃবৃন্দ।
পরবর্তী সংবাদ