শিরোনাম

জ্ঞান তাপস ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক পেলেন মুন্সীগঞ্জের শ্রমিক নেতা আবুল কাসেম

0

মাসুদ রানা( মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) : জ্ঞান তাপস ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক পেলেন জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন শাখা মুন্সীগঞ্জের সভাপতি আবুল কাসেম ।মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের আয়োজনে গত ১১ ফেব্রয়ারী বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভি আইপি সেমিনার হলে জ্ঞান তাপস ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক অনুষ্ঠান হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হক ,কথা সাহিত্যিক মাঈনুদ্দিন কাজল প্রমূখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ এর সভাপতি লায়ন এ্যাড.মো. রবিউল হোসেন রবি।অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এ্যাড. জেড এ হায়দার জীবন । জ্ঞান তাপস ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদকটি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ এর সভাপতি লায়ন এ্যাড.মো. রবিউল হোসেন রবির পক্ষে  গীতিকার সৈয়দ মোতালেবের হাত থেকে গতকাল শনিবার পদকটি গ্রহন করেন জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন শাখা মুন্সীগঞ্জের সভাপতি আবুল কাসেম।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.