জয়ার দেবীতে বাড়ছে দর্শক আগ্রহ
মুক্তির প্রথম দিন থেকে জয়া আহসান অভিনীত ও প্রযোজিত ‘দেবী’ সিনেমার প্রতি দর্শক আগ্রহ ছিল লক্ষণীয়। পরিবারের সবাইকে নিয়ে মানুষ প্রেক্ষাগৃহে ছুটছেন, এমন দৃশ্য বেশ কিছুদিন পর এই ছবির মাধ্যমে দেখা যায়। প্রেক্ষাগৃহের মালিকদের আগ্রহ থাকা সত্ত্বেও শুরুর দিকে ছবিটি মাত্র ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সপ্তাহ পার হওয়ার সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়াতে বাধ্য হচ্ছেন জয়া। আগামী সপ্তাহ থেকে নতুন সাতটি প্রেক্ষাগৃহে যোগ হচ্ছে। ৩৫ প্রেক্ষাগৃহে একযোগে চলবে দেবী। প্রথম আলোকে প্রেক্ষাগৃহ বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান।
জয়া বলেন, ‘প্রথম দিনের প্রথম শো থেকেই “দেবী” ছবিটি নিয়ে দর্শক ইতিবাচক মতামত দিচ্ছেন। ছবিটি দর্শক পছন্দ করছেন, এটা নিঃসন্দেহে বেশ ভালো লাগার অনুভূতি। এর মধ্যে শুনলাম প্রেক্ষাগৃহ বাড়ার খবরও। সত্যি কথা বলতে, দর্শকের ভালোবাসার কারণেই এমনটা হয়েছে। অনেক প্রেক্ষাগৃহের মালিক ছবিটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু অনেক কিছু ভেবে, প্রেক্ষাগৃহের পরিবেশ দেখে তারপর সিদ্ধান্ত নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়ো করতে চাই না।’