শিরোনাম

টাঙ্গাইলের সখীপুরের কুতুবপুর এখন লেবু গ্রাম নামে পরিচিত

0

এমবিপ্র প্রতিনিধি: টাঙ্গাইলে দিন দিন বাড়ছে লেবুর আবাদ। জেলার পাহাড়ি এলাকার কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে লেবু চাষ। সখিপুর, কুতুবপুরসহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠে মাঠে এখন শুধু লেবু বাগান। চ্যানেল আই টাঙ্গাইলের সখীপুরের কুতুবপুর গ্রামটি এখন লেবুর গ্রাম নামে বেশি পরিচিত। এ গ্রামের বিস্তীর্ণ এলাকাজুড়ে শুধু লেবুর বাগান। লেবু চাষি আবদুল লতিফের বাবা একসময় সাইকেলে করে লেবু বিক্রি করলেও এখন ট্রাকে করে লেবু পাঠাচ্ছেন দেশের অন্যান্য অঞ্চলে। রোজা উপলক্ষে এখন লেবুর দামও পাওয়া যাচ্ছে ভালো। লেবু চাষে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। নেই রোগবালাইয়ের ঝামেলা। লেবু গাছ দীর্ঘদিন ধরে ফল দেয়। তাই অন্যান্য ফসলের চেয়ে কৃষকের কাছে লেবু লাভজনক হয়ে উঠেছে। চলতি মৌসুমে টাঙ্গাইলে লেবুর আবাদ হয়েছে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে সখিপুর, ঘাটাইল ও মধুপুর অঞ্চলে। টাঙ্গাইলের মাটি ও আবহাওয়া লেবু আবাদের জন্য উপোযোগী। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলে উৎপাদিত লেবু বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.