ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার মইনুল
গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গুলশান থানা–পুলিশের গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আছাদুজ্জামান নূর এই আদেশ দেন।
আদালত সূত্র বলছে, কড়া নিরাপত্তা প্রহরায় মইনুলকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর মইনুল হোসেনকে আবার আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গতকাল বুধবার গুলশান থানার পুলিশ মইনুলকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতের কাছে আবেদন করেন।
গত ২৪ অক্টোবর মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন সুমনা আক্তার লিলি নামের এক নারী। সাইবার ট্রাইব্যুনাল সেদিন মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। আইনজীবী মইনুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারায় মামলা করা হয়। বাদী সুমনা আক্তার লিলি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটি যুব ও ক্রীড়ার সদস্য।