শিরোনাম

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়: গণপূর্তমন্ত্রী

0

এমবিপ্র প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তব। তিনি বলেন, ‘পল্লী অঞ্চলের মানুষ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে পরীক্ষার রেজাল্ট দেখতে পারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির আবেদন করতে পারে, জেলা প্রশাসকের রেকর্ড রুম থেকে জমির পর্চা সংগ্রহ করার আবেদন করতে পারে, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। আর এসবই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ।’ রোববার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় প্রতিটি প্রকৌশল বিভাগ এবং সরকারি অনান্য অফিসের উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রী পিরোজপুরের উন্নয়ন কাজের গতি বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এলাকার উন্নয়নে অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে দ্রুত এ সমস্যা সমাধান করতে হবে।’ জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাসুদ আহম্মদ মামুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সন্ধায় মন্ত্রী শ. ম. রেজাউল করিম পিরোজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ইফতার মাহফিলে সরকারী কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.