শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিযায় বসুন্ধরা শ্রমিকদের বিক্ষোভ

0

এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ  ২৪ ডট নেট) #    মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা বাসষ্ট্যান্ড সংলগ্ন বসুন্ধরা শিল্প-কারখানার শত শত শ্রমিক ওভারটাইম বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে ও শ্রমিকদের হয়রানির বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ক্ষুব্ধ শ্রমিকরা। রবিবার দুপুর দুইটায় বকেয়া পাওনা পরিশোধসহ ইউনিট ৩ এর শ্রমিকদের নির্যাতন বন্ধের দাবীতে এই কর্মসূচি পালন করে দেশের খ্যাতনামা একটি উৎপাদনশীল শিল্প কারখানার শ্রমিকবৃন্দ।বিক্ষোভকারী শ্রমিকদের মধ্যে থেকে ফারুক, শামীম, জাকির, মামুন, ওয়াসিম, নজরুল , পলাশসহ ভুক্তভোগী শ্রমিকরা জানান ১৭ মাসের পাওনা ওভারটাইম বকেয়া , বছরের দুইটি ঈদ উপলক্ষে পরিপূর্ণ বোনাস দেওয়াসহ নানা হয়রানি বন্ধের দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি।  বিক্ষোভ কর্মসূচি ব্যাহত করতে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ শ্রমিকদেরকে শিল্প-কারখানার ভিতর থেকে বের হতে না দেয়া এবং থানা পুলিশের মাধ্যমে তাদেরকে বাধা দেয়া হয়েছে।

গজারিয়া থানা তদন্ত ওসি তানভির হাসান জানান শ্রমিকদের ওভারটাইম বেতন বকেয়া দাবি নিয়ে কোম্পানির প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলাপ হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ আশ্বাস দিয়েছেন ধীরে ধীরে শ্রমিকদের পাওনা বকেয়া পরিশোধ করে দেওয়া হবে। তিনি আরও জানান দুপুর ২ টায় একটি ইউনিট ছুটি এবং অপর একটি ইউনিট শিল্প-কারখানায় ঢোকার সময় এক থেকে দেড়শ শ্রমিক বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।
বসুন্ধরা পেপার মিল লিমিটেড কোম্পানির প্রশাসনিক কর্মকর্তার সাথে বার বার চেষ্টা করেও কোন মতামত পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.