শিরোনাম

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক নির্বাচিত হলেন গজারিয়ার কৃতি সন্তান আহসান উল্লাহ্

0

 

নিজস্বপ্রতিবেদকঃ   সততা, কর্মদক্ষতা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসার ফলে ঢাকা রেঞ্জ পুুলিশের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক এর পুরষ্কার পেয়েছেন মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার কৃতি সন্তান আহসান উল্লাহ্।

তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশ পরির্দশক হিসাবে কর্মরত আছেন। ২৬ জানুয়ারি রোববার সকাল ১১টার দিকে  ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজির কার্যালয়ে ডিআইজি হাবিবুর রহমান আনুষ্ঠানিক ভাবে আহসান উল্লাহ’র হাতে এ পুরষ্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি মো. আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম পিপিএম প্রমুখ।

পুরষ্কারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ্ তার কর্তৃপক্ষের প্রতি ধ্যনবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার প্রতিক্রিয়া ব্যাক্তকরে  বলেন, আমার এ পুরষ্কার আগামী দিনে আমার পেশাগত দায়িত্ব পালন কালে জঙ্গিবাদ, মাদক, জুয়া, বাল্যবিয়ে প্রতিরোধ সহ সমাজের অপরাধ প্রবনতা নির্মূলে আরো সাহস যোগাবে।

 

Print Friendly, PDF & Email

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.