ঢাকা রেন্জের শ্রেষ্ঠ এস,আই শ্রীনগর থানার আনিসুর
এস এম নাসির উদ্দিন (মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট) # পুলিশের কর্মক্ষেত্রে কাজের মূল্যায়ন করে পুলিশ বিভাগের আইকন ঢাকা রেঞ্জের ডি আই জি হাবিবুর রহমান বি পি এম(বার)পি পি এম(বার) ঢাকা রেন্জের শ্রেষ্ঠ এস,আই নির্বাচিত করেছেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার এস আই আনিসুর রহমানকে। এই বিষয়ে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার এই আই আনিসুর রহমানের কাছে অনুভূতি জানতে চাওয়া হলে মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে জানান আমার রেন্জের শ্রেষ্ঠ এস,আই হওয়ার পিছনে মুন্সীগন্জ জেলা পুলিশের পরিবর্তনের রোল মডেল মাননীয় পুলিশ সুপার জায়েদুল আলম পি পি এম(বার) মহোদয়ের নির্দেশনা, ওসি ডিবি আলমগীর স্যারের সাহসিকতা, আমার শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূইয়া অত্র থানায় যোগদানের পর থেকে আমার কাজে সকল সময়ে উৎসাহ,উদ্দীপনা দিয়েছেন। আমার এই কৃতিত্ব আমার একা নয়, শ্রীনগর থানা ও বাঘড়া পুলিশ ক্যাম্পের সকল অফিসার, ফোর্সদের কৃতিত্ব।