নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুল হক মিঠুর শপথ গ্রহন
মোঃ আল আমিন :- মুন্সীগঞ্জের গজারিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান মোঃমনিরুল হক মিঠু হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আজ বুধবার সকাল দশটায় ডিসি অফিস মিলনায়তন মুন্সিগঞ্জ। এসময় শপথ বাক্য পাঠ করান জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ ।
এসময়ে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান নেকি, প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক ও বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সফি সহ প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক মজনুর মৃত্যুতে এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয় এবং গত ৩০ ডিসেম্বর উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রায় ২৭৯১ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন তারুণ্যের আইকন, তুখোড় ছাত্র সংগঠক, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল হক মিঠু।