নববর্ষ উপলক্ষে গজারিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মিলনমেলা
এস এম নাসির উদ্দিন: মুন্সীগঞ্জের গজারিয়ায় শুক্রবার ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিন গজারিয়া প্রেসক্লাবে গজারিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। এসময় সাংবাদিকরা একে অপরের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।
নববর্ষ উপলক্ষে প্রেসক্লাবে বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি পিঠা উৎসব ও চা চক্রের আয়োজন করা হয়। সাংবাদিকরা দাবা, ক্যারামবোর্ড, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। সকলের সরব উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন, সহ সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক চ্যানেল এস টিভির প্রতিনিধি এস এম নাসির উদ্দিন, সাধারন সম্পাদক শামীমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ মুকবুল হোসেন, দপ্তর সম্পাদক সামসুজ্জামান রিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সায়মন শাহাদাৎ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল হাকিম, মাসুদ রানা, আজিজুল হক পার্থ, মোঃ ইসরাফিল মিয়া, সোনিয়া পারভীন, সুমি আক্তার, খাদিজা আক্তার, আমেনা ইসলাম, রুহুল আমিন, পাঁপিয়া আক্তার, মোঃ ওসমান গণি, রানা, শাখাওয়াত, সাইফ হাসান, হৃদয় হোসেন, রাজু আহমেদ, সাব্বির হোসেনসহ প্রায় অর্ধশত সাংবাদিক। এছাড়াও গজারিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজসহ নানা শ্রেণীপেশার মানুষ।