নির্মানের অভাবে চরম ভোগান্তিতে মুন্সীগন্জ পৌরসভার মোল্লাপাড়া গ্রামের ১২০ টি পরিবার।।
তোফাজ্জল হোসেন…..(মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেট ) মুন্সীগন্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড মোল্লাপাড়া। তার সাথে সংযোগ পূর্বপাড়া গ্রাম। ধলেশ্বরী নদীর পাশ দিয়ে বয়ে চলেছে এ গ্রামটি। এক সময় এ গ্রামটি পৌরসভার অর্ন্তরভুক্ত হলে ও বেশ অবহেলিত ছিল। যোগাযোগ ব্যবস্থা ছিল দুস্কর। বহু কষ্ট করে গ্রাম থেকে শহরে আসতে হত এ গ্রামের মানুষদের। ধীরে ধীরে আসার আলো দেখা দিলে সরকারি অর্থায়নে মুন্সীগন্জ পৌরসভা কর্তৃক ২০১৮ সালে ১ কোটি ১৫ লাখ টাকা বাজেটে গাইডওয়ালসহ দেড় কিলোমিটার পাকা রাস্তা সম্পন্ন হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় গ্রামের মানুষদের সুবিদার জন্য এখানে গোসলের জন্য কোন ঘাট নেই। যার জন্য বর্ষা মৌসুমে এর চরম মাসুল গুনতে হয়। ওঠা নামা সহ নানা ধরনের সমস্যার সম্মুক্ষীন হতে হয়। এতে করে যে কোন সময় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় । স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা যায় ২০১৮ সালে রাস্তা নির্মানের পাশাপাশি ঘাট নির্মানোর ও কাজ শুরু হলে ও তা হঠাৎ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর সুলতান বেপারীর সাথে কথা বললে তিনি মুন্সীগঞ্জ নিউজ ২৪ ডট নেটকে জানান, রাস্তা নির্মানের জন্য বাজেট পাশ হলেও ঘাট নির্মানের জন্য হয়নি। তাই ঘাট নির্মান পরবর্তী সময়ে হবে বলে তিনি আশ্বাশ দেন। কিন্তু এদিকে জন দূর্ভোগ যেন চরমে। প্রায় ১২০ টি পরিবারের গোসল, কাপড় চোপড় ধৌত, গবাদিপশু গোসল করানো যেন হ- য- ব- র- ল হয়ে পড়েছে। কেবল মাএ একটি ঘাট নির্মান যেন সকল সমস্যার সমাধান। সেই সাথে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত ঘাট নির্মানের জোড় দাবি জানান এলাকাবাসি।