পাহাড়ের বুকে মসজিদ
পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার মিটারেরও বেশি উচ্চতায় একটি মসজিদ। সবুজারণ্যে ঘেরা পাহাড়ের বুকে নান্দনিক মসজিদটি বিস্ময় ছড়ায় দর্শকের চোখে-মুখে। পাহাড় ও মসজিদ উভয়টির যৌথ নাম— ‘কিবলা পাহাড়’ ও ‘কিবলা জামে মসজিদ’।
মসজিদের পুরো আঙিনা ঘিরে রয়েছে সবুজে ছাওয়া শ্যামলী নিসর্গ। মসজিদ প্রাঙ্গনে বসে বুনো প্রকৃতির সতেজ আমেজ পাওয়া যায় প্রতিনিয়ত। মাঝে মাঝে নেমে আসা মেঘের ভেলা আনন্দ ছড়িয়ে দেয়, ছোট-বড় সবার মন-মানসে।
সকালে পাখিদের বৈচিত্র্যময় কল্লোল ও সন্ধ্যায় ঝিঁ ঝিঁ পোকার হল্লা মুসল্লির কর্ণকুহরে মধুময় সুর ছড়ায়। অনেক দূর থেকে দেখলে মনে হয় যেন, সারি সারি সবুজের ঢেউয়ে জেগে ওঠেছে—আধ্যাত্মিক ও পরলৌকিক স্থাপনা আল্লাহর পবিত্র ঘর মসজিদ।
পাহাড়ের বুকে এমন সুন্দর ও মুগ্ধকর দৃশ্যের মসজিদটি তুরস্কের উত্তর-পূর্ব অঞ্চলের রেজা প্রদেশের গনি সো জেলায় অবস্থিত। চোখ জুড়ানো ও মনোরম এ মসজিদ দেশি ও বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়