প্রশাসনের নজিরবিহীন প্রস্ততিতে হোসেন্দী ইউপির উপ- নির্বাচন
হোসেন্দী ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ
গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউপির উপ-নির্বাচন আজ। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন প্রস্তুতি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:হাসাদ সাদী জানান, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় থাকবে ২২০জন পুলিশ সদস্য, প্রতি ভোট কেন্দ্রে ৪জন অস্ত্রধারীসহ মোট ১৭জন আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকেবে ৪প্লাটুন বিজিবি, র্যাব দুটি টিম। পাশাপাশি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকছেন এই নির্বাচনে।রোববার রাতে মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার আবদুল মোমেন-(পিপিএম) গজারিয়া থানা পরিদর্শনে এসে জানান, যে পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এখানে কোন অনিয়ম করা অসম্ভব। তিনি আরো বলেন,নির্বাচন সুষ্ঠ করার দায়িত্ব আমাদের দিন শেষে আপনারা একটি ভালো নির্বাচন পাবেন।এদিকে রোববার সকালে গজারিয়া থানায় নির্বাচনে দায়িত্ব পাওয়া পুলিশ ও আনসার সদস্যদের উদ্দ্যেশ্যে দেওয়া বক্তব্যে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। তিনি বলেন, দায়িত্বে কারো অবহেলা ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদন্ধিতা করছে। তাদের মধ্যে মনিরুল মিঠু-নৌকা, হাজী আক্তার হোসেন- মোটরসাইকেল, মমিন আলী-আনারস, কামাল সরকার ঘোড়া ও রাশেল মিয়া-চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। রোববার বিকালে গজারিয়া উপজেলা নির্বাচনী কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে নিবাচর্নী সরঞ্জাম পাঠানো হয়। ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ১৬৮৪৪জন ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি ও ভোট কক্ষ ৪২টি।এদিকে শনিবার নির্বাচনী প্রচরণার শেষ দিয়ে দিনভর দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত ছিল হোসেন্দী, এসব ঘটনায় ৩ প্রার্থীর ৩ সমর্থক গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ২১জন। এদিকে শনিবারে হামলার ঘটনায় গজারিয়া থানায় চারটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।গজারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ মো: হারুন অর রশিদ জানান, চারটি অভিযোগের মধ্যে ২টি মামলা রেকর্ড করা হয়েছে বাকীগুলোও রেকর্ড হবে। পুলিশের পক্ষ থেকে যথা আইন তারা ব্যবস্থা নিচ্ছেন।এদিকে নির্বাচন নিয়ে উৎকণ্ঠা থাকলেও সকল প্রার্থী জয়ের ব্যাপরে শতভাগ আশাবাদ ব্যক্ত করে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য আহবান জানিয়েছে।