বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউনিয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মানবাধিকার কমিশন বালুয়াকান্দি ইউনিয়ন কমিটির মাসিক সভা শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বালুয়াকান্দি ইউনিয়ন কার্যালয় অনুষ্ঠিত হয়। বালুয়াকান্দি ইউনিয়ন মানবাধিকার কমিশন এর সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গজারিয়া উপজেলা শাখার সভাপতি মানবতাবাদী এস এম নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন মাষ্টার, অর্থ সম্পাদক শাকিল প্রধান। বালুয়াকান্দি ইউনিয়নে কিভাবে মানবাধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠিত করা যায় সে লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান সংগঠনের সভাপতি।

সভায় বক্তব্য দেন ইউনিয়ন কমিটির নির্বাহী সভাপতি মানবতাবাদী রেজাউল করিম রুবেল, সহ-সভাপতি সোহাগ শিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল, ইব্রাহিম প্রধান, মহাসিন ,আনিসুর রহমান (আনিস), রবিউল ইসলাম রবি প্রমূখ।