বাজারে দোকানে অযথা ঘোরাঘুরি আড্ডা করলে জরিমানা— ইউএনও
এস এম নাসির উদ্দিন (মুন্সিগঞ্জ নিউজ 24.net ) #৷ মুন্সীগঞ্জের গজারিয়ায় বাজারে দোকানপাটে প্রয়োজন ছাড়া ঘুরাঘুরি, আড্ডা দেওয়া, গল্প না করে, ঘরে থাকার নির্দেশ দিয়েছেন গজারিয়া উপজেলার নিবার্হী কর্মকর্তা হাসান সাদী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সিগঞ্জ news24.net কে জানান জরুরী প্রয়োজন ছাড়াই কয়েকজন একজায়গায় দাঁড়িয়ে গল্প করলে, যেকোন সময় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারে এবং। সদুত্তর না দিতে পারলে গুনতে হতে পারে জরিমানা।

- গজারিয়ায় আজ মোবাইল কোর্টে অযথা ঘুরাঘুরির দায়ে রুবেলকে ৫০০/-টাকা মহাসিন কে 1000 টাকা আনোয়ারকে ২০০০টাকা জরিমানা করা হয়।
৷ আইন মানুন। ঘরে থাকুন। নিরাপদ থাকুন।